Thursday, October 13, 2022

আহমেদ এখনো বাড়ি ফেরে নাই

 আহমেদ এখনো বাড়ি ফেরে নাই

... ঋষি 


ধরো একটা ছবি আঁকছি 

আকাশের নিচে কিছু মানুষ ,সামনে উত্তাল সমুদ্র 

এক রুগ্ন মেয়েমানুষ,চিৎকার করে সামনে কোনো মাঝি নৌকার জোয়ানকে বলছি 

ওলো শুনছিস ,আহমেদ এখনো বাড়ি ফেরে নাই 

একটু খোঁজ লিয়ে দেখবি। 

.

আকাশে নিচে মানুষ 

কিংবা মানুষের মতো কিছু আধমরা ,সামনে বিশাল সমুদ্র 

উত্তাল ঢেউ ধেয়ে আসছে 

চিৎকার শুনতে পাচ্ছেন আপনারা কে যেন বলছে 

ওরে জল ঢুকিছি রে ,ঐখানে চল উঁচু থানে সবাই 

কে যেন কাঁদছে 

আহমেদ এখনো বাড়ি ফেরে নাই। 

.

গাছের সাথে মানুষের ,মানুষের সাথে সাপের সহবাস 

বাড়িঘর ,তুলসীদালান ,খাটাল সব ডুবছে 

গতরাতে পাড়া ডুবেছে নিঃস্ব মানুষের আর্ত চিৎকারে

কিন্তু তার সাথে অন্য এক নারী কণ্ঠের চিৎকার 

আহমেদ এখনো বাড়ি ফেরে নাই। 

ছোট্ট ছৈয়ের উপর এক বৃদ্ধ মোড়ল বলছে 

হাইদে ,বাতাসে বড়ো টান আজ ,মুখ বুজে থাকা 

আল্লার কৃপায় সব ঠিক হবে  ,

ছোটো  মেয়েটাকে বুকে চেপে যৌবন চাপা এক মেয়েমানুষ কেঁদে ওঠে 

সব ভেসে গেলো 

মানুষটা এখনো বাড়ি ফেরে নাই 

আহমেদ এখনো বাড়ি ফেরে নাই। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...