Sunday, October 16, 2022

চোপ

 চোপ 

... ঋষি 


নিরন্তর মুখ বুজে থাকা অভ্যাস 

কথায় বলে মানুষ অভ্যেসের দাস 

সে দাস ,বোস ,ঘোষ ,মিত্র , চৌধুরী সবার জন্য হিসেবে এক 

সে ছোট্ট বেলা থেকে 

কেঁদেছো কি ,বায়না করেছো কি ,,,,,,, চোপ। 

.

সে এক চোখ রাঙানি সকাল বেলা থেকে 

ক্লাসে গল্প করেছো কি ,,, চোপ 

যদি বন্ধুদের সাথে মারামারি করে জামা ছিঁড়ে ফেরো ,,,চোপ 

কিছু প্রশ্ন করলে ,,, চোপ 

তারপর হেড মাস্টারের সেই 

স্কুলের ব্ল্যাকবোর্ডে অবধারিত চিরকাল লেখা ,,,চোপ  .

.

বাড়িতেও তুমুল পেঁদিয়ে ,,চোপ 

মা ,বাবা ,দাদা ,চুন থেকে পান খসলো কি ,,চোপ 

প্রথম সিগারেট খেয়ে ধরা পরা ,, চোপ  

প্রথম প্রেমিকাকে চুমু খেতে চাওয়া ,,চোপ 

পাড়াপড়শি চোখ রাঙানো ,,চোপ 

পরে বৌ এসে ,,চোপ  

সারা সংসার জুড়ে মেনে নেওয়া সাইনবোর্ড। .চোপ। 

.

আপিসের বস খেপে লাল ,,, চোপ 

অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছো তো ,,,চোপ 

রাস্তায় বালি ফেলা আছে ,,, পার্টির ছেলেদের চোপ 

রেশন দোকানে কারচুপি ,,,চোপ 

কলে জল নেই ,খারাপ রাস্তা ,,চোপ 

আমাদের কাজ চাই ,চাকরির নাম দুর্নীতি চলবে না ,,,চোপ 

আমরা স্বাধীন দেশের নাগরিক ,,,চোপ 

তথাকথিত অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের শাসন ,,,, চোপ। 

.

চোখরাঙানি সেই সকাল থেকে দিনভর 

শুধু এক মাত্রায় লেখা চোপ 

আর আমাদের অভ্যেস ,সহ্য ,সহ্য ,সহ্য ,,আজীবন ,,,,চোপ। 

No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...