Sunday, October 16, 2022

কজন কৃষ্ণ হতে চাই

 কজন কৃষ্ণ হতে চাই 

... ঋষি 


আমরা প্রত্যেকে নিজেদের আলাদা লড়াই লড়ছি 

কেউ ব্যবসায় দাঁড় করতে চাইছে নিজেকে  

কেউ অন্যকে ভালো রাখতে নিজেকে পরিবেশিত করতে চাইছি 

কেউ গান গেয়ে ,ছবি এঁকে নিজেকে প্রতিষ্ঠির করতে চাইছি 

কেউ লিখতে চাইছি পৃথিবীর শ্রেষ্ঠ একটা কবিতা 

কেউ চাইছি সংসার আগলে এই জীবনটা পার করতে। 

.

আসলে আমরা প্রত্যেকে লড়ছি নিজেদের জন্য 

আর প্রত্যেকের লড়াইগুলো আলাদা আলাদা 

কিন্তু সকলে আমরা জিততে চাইছি ,

আর এই যুদ্ধ ক্ষেত্রে আমরা সকলেই অর্জুন একলা রথে 

আমরা একজন কৃষ্ণকে চাইছি 

যে বারংবার নিজের কাছে হেরে গেলেও ,ফিরে আসার শক্তি জোটাবে। 

.

আমরা সেই কৃষ্ণকে খুঁজছি  যে  পথ চলতে  হঠাৎ পরে গেলে 

শক্ত হাত ধরে দাঁড় করিয়ে বলবে " চলো আবার শুরু করো ",

তবে সমস্যা এটা নয় সেই মানুষটা  

সমস্যা এটা আমরা সকলেই সেই কৃষ্ণকে খুঁজি নিজের গভীরে 

কিন্তু হাতে গোনা কজন আছে বলুনতো 

যে কৃষ্ণ হতে চায়  ,

যে অর্জুনকে বাঁচাতে নিজের বুক পেতে নিয়ে নেয়  কর্ণের ব্রহ্মাস্ত্র। 

আমরা সকলেই চাই শূন্য থেকে একসাথে লড়াই শুরু করে

একে অপরকে সামাল দিতে দিতে একদিন সফল হওয়ার আনন্দ পেতে 

কিন্তু সত্যি কি তাই চাই আমরা ?

আমরা সিনেমায় দেখতে ভালোবাসি এই জেতাগুলো 

আমরা হিস্টরিকাল মিথে খুঁজে পাই এই  একসাথে থাকাগুলো 

কিন্তু সত্যিকারের ভালোবাসাকে অবলম্বন করে  বলুনতো কজন বাঁচতে চাই ?

 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...