Wednesday, October 5, 2022

শুভ বিজয়া,১৪২৮

শুভ বিজয়া ১৪২৮
.. ঋষি 

আর কিছুক্ষন 
সিঁদুর খেলা শেষ, বিশ্বাস ছিল, আছে, থাকবে
মা ফিরবে আবার,
পুরনো মায়ের কাঠামোয় আবারও মাটির প্রলেপ 
বিশ্বাসের অঙ্গীকার 
আবারও শেষ, শুধু নিঃশ্বাস টুকু অবশিষ্ট। 
.
বন্ধুদের কোলাকুলি, সিঁদুর মাখা স্বপ্ন 
যজ্ঞের আগুনের কাছে ছুঁয়ে থাকার প্রতিজ্ঞা 
আমরা আছি, আমরা থাকবো, হয়তো ভালোবাসবো,
সময়ের পথে পথে ঘুরে
উৎসব কুড়িয়ে ফেরা মানুষগুলো ভাতঘুম 
আবারো বোধহয় অপেক্ষা। 
.
আমি তোমার মুখের দিকে চেয়ে আছি 
সেই চোখ জ্বালা করা দৃষ্টি, 
একটা শেষ মানে সবকিছু শেষ হয়ে যায় না
আর একটা শুরু মানে হয়তো কিছু বদলায় না
কিছু তো অবশিষ্ট থাকে,
রাস্তার ধারে ধারে উৎসবের প্যান্ডেল
ভাঙা পুজোর দেরাজে কিছু ভালো থাকার সেল্ফি
বিসর্জনের ভুমিকায় কয়েক ফোঁটা চোখের জল
মা ফিরবে আবার 
আজ না হয় সাক্ষী জলের গভীরে ঘুমিয়ে মৃত উৎসবের শরীর 
আসছে বছর আবার হবে,
এখন না হয় জল থেকে উৎসবের কাঠামো তোলার আয়োজন
আর প্র‍য়োজন ভালো থাকা শুভ বিজয়া ১৪২৮.



No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...