Saturday, October 29, 2022

আগুন লেগেছে ঠিক

 আগুন লেগেছে ঠিক 

... ঋষি 


ধর্ষণ দেখে দুর্বার হতে পারি ,কিন্তু কেন হবো 

দুহাত দিয়ে চুরি আটকাতে পারি কিন্তু কেন আটকাবো 

পাশের ফ্ল্যাটে কেউ একজন অসুস্থ কিন্তু কেন বেড়োবো 

কাগজে কলমে ঝড় তুলতে পারি কিন্তু কেন তুলবো 

আদতে চোখের সামনে অন্যায় দেখে ,প্রতিবাদ করা যায় 

কিন্তু কেন করবো ?

.

বরং লিখতেই পারি ,বলতেই পারি

করবো না আমার ভয় করে ,আমার সংসার আছে ,সন্তান আছে 

তাছাড়া আমার কি?আমার সাথে তো হচ্ছে না 

তোর হচ্ছে ,তোমার হচ্ছে ,তোমাদের হচ্ছে ,

আমার ঘরে আগুন লেগেছে ঠিক

কিন্তু আমি পুড়ছি না  ,এখন পিঠ ফিরে শুলেই হয়। 

 


No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...