সুইসাইড
....... ঋষি
===================================================
জীবন নিয়ে যেখানেই দাঁড়াই না কেন
একটা প্রসেসন ভিড় করে আসে,
মৃত্যু নাকি জীবনে সামিল কোনো উদ্ভ্রান্ত যাযাবর।
আজ অবধি কখনো কোনো সিনেমার সীনে আমি জীবন দেখিনি
কিছু টাকার বদলে কিনে নিয়েছি মুহূর্ত
কিন্তু মানুষ নিজেই তো মুহূতদের জমানো ফসিল অন্তরে।
আজকাল যেখানেই যাই না কেন
একটা সুইসাইড লেগে থাকে।
রাত্রে বিছানাটা আকাশের দিকে তাকিয়ে অন্ধকারে সিলিঙে কত স্বপ্ন
আমি জানি মানুষ হয়ে চাঁদ ছোঁয়া যায় না ,
শুধু ঘুমিয়ে পড়া যায়
গভীর ঘুমে।
আমি জানি মানুষ আমি স্বপ্ন দেখতে পারি কিংবা নামাতে পারি নিজেকে জানোয়ারের অধীন
কিন্তু খোলা আকাশের স্বাধীনতা
সে তো মানুষের সাজানো শহরে বড় বেশি বেমানান।
জীবন নিয়ে যেখানেই দাঁড়াই না কেন
ফানুসের ভিড়।
আর সেই ফানুসের ফাঁকে মুহূর্তরা সব বুদ্ বুদ্
আসে আর যায়।
কিন্তু আজ অবধি কোনো ম্যাজিকাল প্রয়াসে ,কোনোদিন
মানুষ মুহূর্তে ফিরতে পারে না ,শুধু বাঁচে।
....... ঋষি
===================================================
জীবন নিয়ে যেখানেই দাঁড়াই না কেন
একটা প্রসেসন ভিড় করে আসে,
মৃত্যু নাকি জীবনে সামিল কোনো উদ্ভ্রান্ত যাযাবর।
আজ অবধি কখনো কোনো সিনেমার সীনে আমি জীবন দেখিনি
কিছু টাকার বদলে কিনে নিয়েছি মুহূর্ত
কিন্তু মানুষ নিজেই তো মুহূতদের জমানো ফসিল অন্তরে।
আজকাল যেখানেই যাই না কেন
একটা সুইসাইড লেগে থাকে।
রাত্রে বিছানাটা আকাশের দিকে তাকিয়ে অন্ধকারে সিলিঙে কত স্বপ্ন
আমি জানি মানুষ হয়ে চাঁদ ছোঁয়া যায় না ,
শুধু ঘুমিয়ে পড়া যায়
গভীর ঘুমে।
আমি জানি মানুষ আমি স্বপ্ন দেখতে পারি কিংবা নামাতে পারি নিজেকে জানোয়ারের অধীন
কিন্তু খোলা আকাশের স্বাধীনতা
সে তো মানুষের সাজানো শহরে বড় বেশি বেমানান।
জীবন নিয়ে যেখানেই দাঁড়াই না কেন
ফানুসের ভিড়।
আর সেই ফানুসের ফাঁকে মুহূর্তরা সব বুদ্ বুদ্
আসে আর যায়।
কিন্তু আজ অবধি কোনো ম্যাজিকাল প্রয়াসে ,কোনোদিন
মানুষ মুহূর্তে ফিরতে পারে না ,শুধু বাঁচে।
No comments:
Post a Comment