গর্ভবতী চাঁদ
............. ঋষি
======================================
তোমার ছোঁয়ার বাসনায়
আকাশের চাঁদ তখন ভিজে কংসাবতী নদী।
আর নদীর জলে ছলাৎ ছলাৎ
ফিরে পাওয়া বাসনা নতুন জন্ম ,আরো জল।
যদি আমি ভিজে যায় সভ্যতা
তুমি আমার কংসাবতী হয়ো।
আজ থেকে বহুবছর আগে সেই খড়ি ওঠা গালে এপিঠ ওপিঠ
ভিজতে চাওয়া নেশা।
নেশা তো আজও হয় সময়ের পেগে কৃত্রিম যোগফল
আদরের চুমু আজ নিয়ম মাফিক দক্ষিনা।
হাত পাতা থাকে ,হাত পাতা আছে ,হাত পাতা থাকবে
সময়ের সফরে জীবন্ত ক্যানভাস।
তুলির রং কখন যেন মাইল ব্যাপী লাল রঙের স্বপ্ন
আর আকাশে তখন সঙ্গমের চাঁদ।
তোমাকে ছোঁয়ার বাসনায়
আকাশের চাঁদ যেন ভিজে কংসাবতী নদী।
আর নদীর গভীরে বাসনা
গর্ভবতী চাঁদ মানুষের কাছে পূর্ণিমা সেজে থাকে।
কিন্তু অমাবস্যা
নিজের ক্যানভাসে ছবি।
............. ঋষি
======================================
তোমার ছোঁয়ার বাসনায়
আকাশের চাঁদ তখন ভিজে কংসাবতী নদী।
আর নদীর জলে ছলাৎ ছলাৎ
ফিরে পাওয়া বাসনা নতুন জন্ম ,আরো জল।
যদি আমি ভিজে যায় সভ্যতা
তুমি আমার কংসাবতী হয়ো।
আজ থেকে বহুবছর আগে সেই খড়ি ওঠা গালে এপিঠ ওপিঠ
ভিজতে চাওয়া নেশা।
নেশা তো আজও হয় সময়ের পেগে কৃত্রিম যোগফল
আদরের চুমু আজ নিয়ম মাফিক দক্ষিনা।
হাত পাতা থাকে ,হাত পাতা আছে ,হাত পাতা থাকবে
সময়ের সফরে জীবন্ত ক্যানভাস।
তুলির রং কখন যেন মাইল ব্যাপী লাল রঙের স্বপ্ন
আর আকাশে তখন সঙ্গমের চাঁদ।
তোমাকে ছোঁয়ার বাসনায়
আকাশের চাঁদ যেন ভিজে কংসাবতী নদী।
আর নদীর গভীরে বাসনা
গর্ভবতী চাঁদ মানুষের কাছে পূর্ণিমা সেজে থাকে।
কিন্তু অমাবস্যা
নিজের ক্যানভাসে ছবি।
No comments:
Post a Comment