Friday, December 23, 2016

তোর ঠোঁট

তোর ঠোঁট
............ ঋষি
==================================================
অগোছালো হঠাৎ দুপুর নিভে যাওয়া আলোয়
আমার শীত শীত করে।
বন্ধ জানলার কৃত্রিমতায় শহরে হঠাৎ ঝলমল করে ফুলেসেন্টের আদরে
আদর প্রিয় সময় আস্কারা দিয়ে শরীরের ওমে দোলা লাগে।
জীবন তুমি বাড়ি আছো ?
এক কাপ কফি আর তোর ঠোঁট।

মনে পরে যায়
লুকিয়ে পাওয়া আমার কোনো লুকোনো প্রেমিকার ঠোঁট।
আদরের ওমের সাথে জমে যাওয়া দৃশ্য বদল
মধুর এই রাত ,মধুর কিছু কথোপকথনে।
শীতের আদল
জানলার কাঁচের শার্শি ঠেলে সময়ের উত্তাপের আদুরে মুহূর্তরা।
শুনতে পাচ্ছো জীবন তুমি বাড়ি আছো ?
ভালোবাসার আসলে কোনো সময় হয় না ,কোনো ঋতু হয় না
শুধু মুহূর্তদের ভিড়
আর শীত আমাকে বারংবার তোকে ভালোবাসতে বাধ্য করে
এক কাপ কফি আর তোর ঠোঁট

অপেক্ষায় থাকি কুয়াশার নৌকোয় ফেরী পারাপার করে রাত,
তারার পাহারা শেষে আলো জ্বেলে ফুরোবে হঠাৎ।
ইচ্ছাদের কুইক মার্চে অসংখ্য ফটোফ্রেম ,অসংখ্য মুহূর্ত
আমার শীত শীত করে।
প্রিয় আদোরে বুকের কাছে জড়োসড়ো করা চাদর ঠিক যেন প্রেমিকা
আর জীবন সেই এক কাপ কফি  আর তোর ঠোঁট।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...