আদিম কাব্য
.............. ঋষি
===================================
বিন্দাস একটা বন্যা
দুকূল ছাপানো নদীতে কেমন একটা আদুরে তৃষ্ণা।
দূরদূরান্তরে ঘর ভাঙে ,কুল ভাঙে ,ভাঙে মন
কারণ মাটি হৃদয়ে খুঁজে পাওয়া মাটির ঘ্রান।
মাটির গন্ধ
আর অবাক করা তোর চাহুনি একটা বিনিময়।
জানি আমি আদিম কোনো ইচ্ছা
আমার ইচ্ছেরা ভাদ্রমাসের গরমের মতো আদ্রতাপ্রবণ।
জানি আমি কোনো দখিন বাতাস
আমার স্পর্শরা না ভুলতে পাওয়া কোনো জংলী নদী।
নদীর কুল কুল শব্দে
তোকে আঁকড়ে ধরে যাতনা গভীর এই বুকে।
অসংখ্য দাগ টানে
জানিস সেই সব দাগ পুরোনো কোনো আগুনের স্পর্শ।
তবু আমি এই প্রকৃতির সাথে বিলীন
কোনো আদিম কাব্য।
বিন্দাস একটা বন্যা
দুকূল ছাপানো চোখের পাতায় লুকোনো কাজলে প্রেম।
দূরদূরান্তে অসংখ্য কোনো আলোকপাত
আগামী শ্রাবনে কথা রইলো মাটির কাছে যাবার।
মাটির গন্ধ
আর অবাক করা কথপোকথন সবুজের ফাঁকে।
.............. ঋষি
===================================
বিন্দাস একটা বন্যা
দুকূল ছাপানো নদীতে কেমন একটা আদুরে তৃষ্ণা।
দূরদূরান্তরে ঘর ভাঙে ,কুল ভাঙে ,ভাঙে মন
কারণ মাটি হৃদয়ে খুঁজে পাওয়া মাটির ঘ্রান।
মাটির গন্ধ
আর অবাক করা তোর চাহুনি একটা বিনিময়।
জানি আমি আদিম কোনো ইচ্ছা
আমার ইচ্ছেরা ভাদ্রমাসের গরমের মতো আদ্রতাপ্রবণ।
জানি আমি কোনো দখিন বাতাস
আমার স্পর্শরা না ভুলতে পাওয়া কোনো জংলী নদী।
নদীর কুল কুল শব্দে
তোকে আঁকড়ে ধরে যাতনা গভীর এই বুকে।
অসংখ্য দাগ টানে
জানিস সেই সব দাগ পুরোনো কোনো আগুনের স্পর্শ।
তবু আমি এই প্রকৃতির সাথে বিলীন
কোনো আদিম কাব্য।
বিন্দাস একটা বন্যা
দুকূল ছাপানো চোখের পাতায় লুকোনো কাজলে প্রেম।
দূরদূরান্তে অসংখ্য কোনো আলোকপাত
আগামী শ্রাবনে কথা রইলো মাটির কাছে যাবার।
মাটির গন্ধ
আর অবাক করা কথপোকথন সবুজের ফাঁকে।
No comments:
Post a Comment