Thursday, December 15, 2016

আলো

আলো
........ ঋষি
=============================================
দুচারটে পাথর হঠাৎ গড়িয়ে নামে বুকের থেকে
কি নাম দেবো।
জীবনের চলন্ত কিছু কেতাবি পরিচয় ,বরফট্টাই মানুষের পরিবেশন
বদহজম হয়
কি করবো নিজের এই সাময়িকী আবদারে।

কয়েকটা পাথর সোজা আছড়ে পরে
রুপোলি কোনো নদীতে।
নদীর জলে ছলাৎ ছলাৎ অথচ তৃষ্ণায় শুকিয়ে যায় ঠোঁটে
আমি সেই গ্রীষ্মের কাক ছোটবেলার প্রিয় গল্প।
জল বাড়ছে ক্রমশ
পাথর ডুবছে গভীরে কোনো হতাহত ,হাজারো শোক।
তৃষ্ণা ঝুঁকে পড়ছে ক্লান্তিতে
মাথা ছাড়া দিয়ে বুকের ফাটলে জমে থাকা বাঁচার দিনগুলি
আমার কাছে অজানা কবিতা।

দুচারটে পাথর গড়িয়ে নামে বুকে
অথচ আমি পাহাড় দেখেছি কোনো অন্ধকার রাত্রের চাঁদে।
অপরূপ ময় হৃদয়ের গভীরে বন্যা
আরো  আলো
এই তৃষ্ণা আজীবনের আসলে সবুজের খিদে। 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...