ফসিলের নীরবতা
... ঋষি
====================================
এমন যদি হয়
আমি অদ্ভুত ভাবে চেয়ে থাকি তোমার চোখের পাতায়।
স্নানের ঘরে তখন গভীর অনশন
জল গড়িয়ে পড়ছে ক্রমশ প্রকাশ্য।
আমি পাগল তখন, পাগল বাউল গ্রাম বাংলার সবুজে
শঙ্খচিল যদি আকাশে উড়ে যায়।
এমন যদি হয়
শুধু এক বিন্দু ছোঁয়ায় লেগে যেত কোনো সহজিয়া সুর।
আজীবন ধরে থাকা মুগ্ধতায় আমার হৃদয়ের কেবিনে
তখন সদ্য বিঁধে থাকা যন্ত্রনা।
যন্ত্রণার খুব মিষ্টি চলন্তিকা
কেমন একটা তুমি ছুঁয়ে থাকো প্রকাশ্য সামাজিকতায়।
যদি কোনো রঙ ছাড়াই একেকটা ছাপ জেগে থাকত মুখের ওপর
তখন তখন জেব্রাক্রসিংএ থামতো না কোনো কোলাহল।
সমস্ত গভীরতা তখন শূন্য ছুঁয়ে যেতো
তোমার প্রিয় আকাশ নীল চাদরে তখন তোমাকে জড়িয়ে।
এমন যদি হয়
যদি তোমার বুকের উচ্চতায় পিরামিডের দর্শন ছুঁয়ে যায়.
অপার বিস্মিত কোনো পথচলতি যুবক মুগ্ধতায়
আমি তখন কয়েক হাত জমি মৃত্যুর কবলে ,
তোমার প্রেমে
ছুঁয়ে থাকা ,জড়িয়ে কোনো মৃত ফসিলের নীরবতা।
... ঋষি
====================================
এমন যদি হয়
আমি অদ্ভুত ভাবে চেয়ে থাকি তোমার চোখের পাতায়।
স্নানের ঘরে তখন গভীর অনশন
জল গড়িয়ে পড়ছে ক্রমশ প্রকাশ্য।
আমি পাগল তখন, পাগল বাউল গ্রাম বাংলার সবুজে
শঙ্খচিল যদি আকাশে উড়ে যায়।
এমন যদি হয়
শুধু এক বিন্দু ছোঁয়ায় লেগে যেত কোনো সহজিয়া সুর।
আজীবন ধরে থাকা মুগ্ধতায় আমার হৃদয়ের কেবিনে
তখন সদ্য বিঁধে থাকা যন্ত্রনা।
যন্ত্রণার খুব মিষ্টি চলন্তিকা
কেমন একটা তুমি ছুঁয়ে থাকো প্রকাশ্য সামাজিকতায়।
যদি কোনো রঙ ছাড়াই একেকটা ছাপ জেগে থাকত মুখের ওপর
তখন তখন জেব্রাক্রসিংএ থামতো না কোনো কোলাহল।
সমস্ত গভীরতা তখন শূন্য ছুঁয়ে যেতো
তোমার প্রিয় আকাশ নীল চাদরে তখন তোমাকে জড়িয়ে।
এমন যদি হয়
যদি তোমার বুকের উচ্চতায় পিরামিডের দর্শন ছুঁয়ে যায়.
অপার বিস্মিত কোনো পথচলতি যুবক মুগ্ধতায়
আমি তখন কয়েক হাত জমি মৃত্যুর কবলে ,
তোমার প্রেমে
ছুঁয়ে থাকা ,জড়িয়ে কোনো মৃত ফসিলের নীরবতা।
No comments:
Post a Comment