Sunday, December 11, 2016

গন্তব্য

গন্তব্য
........... ঋষি
===============================================
জীবনটা অনেকদূর নিয়ে এসেছি
মনে পরে সিকিমের ডেড পয়েন্টে কোনো এক আয়োজন।
আমার তোমার চোখের পাতায়
অজানা টুরিস্টের নিয়ন্ত্রিত আমন্ত্রণ।
আর আজ
আলোড়ন শুধু বুকের মাঝে কেমন নক্ষত্র ধরার লোভ।

নানারকমের আড়াল বাহির সরু মোটা ঋজু খাটো হবার পর
প্রসংগত সময় বদলে গেলে ছুঁড়ে ফেলাটাই শ্রেয় হয়ে যায়।
পুরোনো ফটো এলবামে আজকাল মায়া লেগে থাকে
তুমি জানো আমার শেষ সেলফিতে প্রায় দুশো লাইক আর একচল্লিশটা কম্যান্ড।
কিছু এসে যায় না
এত দূর চলে আসার পর মাথার অর্ধেক পাকা চুলে।
নিজেকে বড় অচেনা লাগে
চোখের সামনে তিরতির বয়ে যাওয়া তিস্তা।
তোমাকে ডেকেছি বহুবার
কিন্তু কোনো ভ্রাম্যমান টুরিস্টের ডাকে তুমি ঘরছাড়া
না হতে পারে না।

জীবনটা অনেকদূর নিয়ে এসেছি
শীতের আলতো চাদরে খুঁজে পাওয়া ওম নিজের প্রশ্রয়।
বারান্দার ঝুলে থাকা ক্যাক্টাসটা আজকাল অন্যমনস্ক
অজস্র রাস্তায় আমি তুমি দুজনে টুরিস্ট।
কিন্তু গন্তব্য
সেটা নিজের কাছে বাঁচতে চাওয়া।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...