Friday, December 23, 2016

একলা রাস্তা

একলা রাস্তা
......... ঋষি
===========================================
ঝর্ণার মতো ঝরে পরে ভাবনারা
নীল আলোয় ছেয়ে যায় একটা জলজ্যান্ত দুপুর।
মানুষ নামক শব্দটার ব্যাকরণ খুঁজতে কাটতে থাকে সময়
তবু নিজেকে মানুষ ভাবা  হয়  না।
অন্ধকার কোনো কূপের ভিতর চলন্তিকা নিজেকে নামানো খুব সহজ
কিন্তু ভীষণ কঠিন জানো মানুষের মতো বাঁচা।

হয়তো ঈশ্বরের কাছে হাজারো পাপ আমার জমা আছে
জন্মের সাথে জুড়ে থাকা মৃত্যুর পরে আমি জানি না ঠিক কি থাকে।
কি থাকে মানুষের ভাবনায় ? ব্যস্ত চড়াই উতড়াইতে
চড়াই পাখির  মতো ছোট ছোট লাফে উঠতে থাকা বা গড়িয়ে পড়াতে
মানুষের মাথা ব্যাথা।
কিন্তু চলন্তিকা সত্যি বলো পথ চলতে কি সবুজ জরুরি নয়
তুমি বোলো চলন্তিকা একলা হাঁটতে তোমার কি খুব ভালো লাগে ?
জানো তো মানুষ ক্রমশ ভীষণ একা
কারণ মানুষ সবুজ ভুলে গেছে আর সকলের অন্ধকার কূপের ভিতর বসে।
লণ্ঠনের আলোয় ,
আলো কি শুধু কৃত্রিমতা ?

ঝর্ণার মতো ঝরে পরে ভাবনারা
নীল আলোয় ছেয়ে যায় অস্তিত্ব এই বিস্তীর্ণ পারাপারে।
মানুষ সম্পর্ক খোঁজে বাঁচতে চায় তাই
কিন্তু চলন্তিকা তুমি তো জানো সব সম্পর্কে বাঁচা যায় না।
বাঁচার জন্য মনের আনন্দ চায়
আর চায় আলো অন্ধকার চিরে এগিয়ে যাওয়া কোনো একলা রাস্তা।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...