Friday, December 2, 2016

অমৃতা দি

অমৃতা দি
........... ঋষি
==========================================
অমৃতা দি তখন ব্যথরুমে
বয়সের হিসেবে তখন আমি সদ্য সবুজ চারা
অংক  করাতে করাতে অমৃতা দি  যখন হাসে
চারপাশে তখন পাগল পাড়া
বাইরে দিয়ে আমি শুনতে পাচ্ছি অবিশ্রান্ত জলের ফোঁটাগুলো
আর ভিজছি ভিতরে

ওই বয়সে প্রেম কি ?
সেটা নিয়ে যত নাড়াচাড়া লুকিয়ে পড়া বড়োদের গল্প উপন্যাসের পাতায়
স্বপ্নে ভাসতো অমৃতা দি
সকালে ঘুম থেকে উঠে নিজেকে বড় অপ্রস্তুত লাগতো
সদ্য তখন হঠাৎ গজানো গোঁফ,ভাঙতে থাকা গলা
ইশ বিশ্রী আমি
আর অমৃতাদি রূপসী রাজকন্যা
পড়ার ফাঁকে আড়চোখে মেপে চলা কোনো অজানা জগৎ
হা ঈশ্বর ,তখন মুক্তি

অমৃতা দি তখন ব্যথরুমে
হঠাৎ বাথরুম দরজা খুলে দিদি আমার কানে ফিসফিস বলে গেলো,
এই ঠিক করে অংকটা দেখ ,ভুল হলে কান মুলে দেব
ঘুম ভেঙে গেলো ,চোখ খুলে
অমৃতাদির সুইসাইড নোট পুলিশের কাছে

এই মৃত্যুর কারণ প্রেম তুমি চিরকাল আসামী

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...