Saturday, July 1, 2023

মা

 প্রসব যন্ত্রণার পর আমি হয়ে উঠলাম মায়ের প্রিয় কবিতা

সত্যি তো মা যে পৃথিবীর শ্রেষ্ঠ কবি 

দশ মাস দশ দিন ধরে একটা কবিতা লিখে চলে 

বাড়িয়ে দেয় পৃথিবীর আয়ু ,

তাই কবিতার সুরবাদ হলো 

আর তারপর আমি ইভের প্রেমে প্রথম কবি ,প্রেমিক ও খুনি। 



*


No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...