Friday, July 14, 2023

একা

 একা 

.... ঋষি 


বিয়াল্লিশ  বসন্ত হেঁটে চলেছি তোমার দিকে 

ভিজি রোজ একলা বৃষ্টিতে ,

একটা কল্পনা রোজ নিয়ম করে বাড়ি ফেরে তুমুল জ্বরে 

ইদানিং জ্বর আসে ,

কুপির আলোয় দেখা হঠাৎ অন্ধকার শহরে তোমার মুখ 

শীত করে 

জীবনের ভিটে মাটি গুঁড়িয়ে ঢুকে যেতে চায় তোমার ভিতরে।  

.

কাল রাতে বলেছিলাম আমি তো ভিজে গেছি কবে 

তোমার দীর্ঘশ্বাসে উত্তর 

" একা "

প্রশ্ন করা হলো না কেন, কেন একা ?

এক পেগ যাতনায় আমি তোমাকে চাই 

সিগারেট জ্বালানো নিকোটিনে আমি তোমাকে চাই 

তবু বলতে পারি না আমি 

অবিশ্রান্ত বৃষ্টিতে ভিজতে থাকা স্বপ্নের পাখি 

বাঁচতে চাই। 


No comments:

Post a Comment

.বৃষ্টির ওপারে

সুতরাং, আমি একটি চুক্তি করেছি বৃষ্টির সাথে যেহেতু আমি অনন্ততায় বিশ্বাস করি না সেহেতু এখনই ভিজবো,  প্রকৃতির চিরস্থায়ী নির্দোষতা এবং আধ্যাত্ম...