Saturday, July 8, 2023

নেশা

 নেশা 

... ঋষি 


ভূতে পাওয়া কবিতার করে লিখতে থাকি 

সিগারেটের নিকোটিনের শেষটুকু চুষে খাই বাঁচার আশায় ,

নেশার টেবিলে আকণ্ঠ তোমাকে পান করি

মৃত তৃষ্ণা যে ভাবে ঢকঢক গিলে খায় আরোগ্যের আশায়,

না ওঠা সূর্যের আকুল প্রতীক্ষায়

যেমন পৃথিবী অপেক্ষা করে।  

.

মাতাল জীবন 

মাতাল টলমলে পথে হেঁটে চলি 

তীব্র হয়ে যখন ধেয়ে আসে তোমার নিঃশ্বাসের ঘ্রান ,

তোমার উল্লেখিত চোরাবালির ভিতর 

আমার একশো আট বাস ,

যেমন আঠারো কোটি একবিংশ শতাব্দীর অন্ধকার 

ন্যাংটো নেশার মতো গিলে খায় 

তুমি কেন সেই রাত্রে একা হয়ে কাঁদতে থেকো ,বুঝতে পারি 

আর আমি শুধু নিজেকে পোড়াতে।  


No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...