রেডক্লিফ লাইন
... ঋষি
.
কতো কাছাকাছি আমরা
তবু দাঁড়িয়ে এঁকেবেঁকে যাওয়া রেডক্লিফ লাইনের দুপাশে
ব্যবধান নেই
তবু আলাদা দুটো রাষ্ট্র মাটি জমিয়েছে নিজেদের মতো বেঁচে থাকায়।
কেউ হয়তো বলবে এ লাইন আমাদের সংযোগের আঁতুরঘর
আমি বলবো রেডক্লিফ লাইন বিচ্ছেদের কারণ ,
আলাদা পোশাক ,আলাদা সংস্কৃতি ,আলাদা সম্পর্কের বাহক।
.
আমি এপাড়ে দাঁড়ালে ,ওপারে তুমি
কখনো দেখা হয় না আমাদের চোখে চোখ,নিয়মিত বুকের ঘরে
শুধু দুপাশে দাঁড়িয়ে দুজন ,অপেক্ষায়
কাঁটাতার অতিক্রম করা সে রাষ্ট্রীয় কিংবা চোরা পথে।
সংসারজীবন! তুমি হেসে উঠো সূর্যোদয়ে
সূর্যাস্তে পর আমি হেসে উঠি আপন যন্ত্রনায় !
দুটো সীমান্তের পাশেই আমাদের ঘর
তবু কেউ কারোর প্রতিবেশি নই,কাছে আছি অথচ পর!
No comments:
Post a Comment