তুমি নেই কোত্থাও
... ঋষি
.
বেঁচে থাকতে হলে
মাঝে মাঝে মরে যেতে হবে নিজের ভিতর
না হলে ঠিক মজা নেই ,
নর্দমার জমে থাকা নোংরা জলে চান না করলে
যেমন বোঝা যায় না
আসল সুগন্ধের মানে।
.
যখন তুমি মরতে যাবে
তখন তুমি ঠিক টের পাবে হাঁড়ির ভিতর ভাতের খবর
কত ধানে ,কত চাল
মায়ার ভিতর ,সম্পর্কের ভিতর এমনকি আশ্রয়ে।
যদি পারো একলা গিয়ে দাঁড়াও বন্ধ ঘরের বাইরে
ঠিক বুঝতে পারবে তোমার কি হবে ,
দরজা খুলতে বললে
তখন মা বলবে বাবা নেই ,সন্তান বলবে মা নেই
প্রশ্ন যদি করো কে আছে ?
দেখবে শুনতে পাবে ভিতর থেকে কেউ বলছে
তুমি নেই ,তুমি নেই কোত্থাও।
No comments:
Post a Comment