Thursday, July 27, 2023

তুমি নেই কোত্থাও

 তুমি নেই কোত্থাও 

... ঋষি 

.

বেঁচে থাকতে হলে 

মাঝে মাঝে মরে যেতে হবে নিজের ভিতর 

না হলে ঠিক মজা নেই ,

নর্দমার জমে থাকা নোংরা জলে চান না করলে 

যেমন বোঝা যায় না 

আসল সুগন্ধের মানে। 

.

যখন তুমি মরতে যাবে 

তখন তুমি ঠিক টের পাবে হাঁড়ির ভিতর ভাতের খবর 

কত ধানে ,কত চাল 

মায়ার ভিতর ,সম্পর্কের ভিতর এমনকি আশ্রয়ে। 

যদি পারো একলা গিয়ে দাঁড়াও বন্ধ ঘরের বাইরে 

ঠিক বুঝতে পারবে তোমার কি হবে ,

দরজা খুলতে বললে 

তখন মা বলবে বাবা নেই ,সন্তান বলবে মা নেই

প্রশ্ন যদি করো কে আছে ?

দেখবে শুনতে পাবে ভিতর থেকে কেউ বলছে 

তুমি নেই ,তুমি নেই কোত্থাও।  

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...