Saturday, July 8, 2023

মাংস

 মাংস 

.. ঋষি 


পুরনো পোশাকে জড়িয়ে আছি আদিম পা

তবুও তোমার দিকে হেঁটে যাওয়া বাঁচার স্বভাব ,

মানুষ কি শিকারী 

ঈশ্বর কি আদিম ,

শুধু মনে আছে উত্তমাশা অন্তরীপে অন্ধকার প্রস্তর যুগে 

দেহ দস্যুর রাত ,আগুন আবিষ্কার। 

.

আগুনের প্রথম উল্লাস 

মানুষের হজমতন্ত্রের নিয়ন্ত্রণে কাঁচা মাংস 

হয়তো পুরুষের অত্যাচার

কিংবা ভালোবাসা। 

সামুদ্রিক নোনতা চান ,ঢেউ তুলে আরো গভীরে পরিযায়ী বাতাস 

উত্তমাশা অন্তরীপের ধাবিত এক চরম বোধ 

পুরুষ ,

হ্যা আমি পুরুষ ,কিংবা প্রেমিক 

হয়তো আজকের পৃথিবীর মাংসের হাঁড়ি। 

 




No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...