ঝগড়া
... ঋষি
সময় তো রোজ কাটে আলো থেকে দিনান্তে
কথারা রোজ বাড়ে নিয়ম করে পৌনঃপুনিক প্রতিবাদে,
এখানে জ্বালানিও আছে ঘিরে আছে আমাদের পড়শিরা
ঝগড়া হচ্ছে রোজ
যুদ্ধ হচ্ছে অন্তর্বর্তী সরকার গঠনের ক্রমান্বয়ে
তারপর দিনফুরিয়ে আমরা শুধু আফশোষের পুরোনো পোশাকে।
.
সময় তো রোজ কাটে বুকের উপর উঠে আসে পূর্বপুরুষের ভিটে
আমরা সীমান্তে দাঁড়িয়ে বন্ধুত্ব করি,হাতে হাত মেলায়
চোখে রাখি চোখ ,
তারপর বয়সের ভিতর ,কোলাহলের ভিতর ,জাতকের ভিতর
ঘুরপাক খায় জীবনচক্র
জীবন বাবুর ক্রাইসিস পিরিয়ডে হঠাৎ মিথ্যা বলি আয়নাকে
ভালো আছি।
শাসন ,গণতন্ত্র, একচ্ছত্রবাদ ,কর্তৃত্ববাদ
সাইন না-কি শাইন নিয়ে গলিতে গলিতে মারামারি
আই ওয়াশে রাজপথের ধুলো ,
প্রশ্ন আসে রাজপথের রাশি কী? সিংহ নাকি কর্কট
কথিত আছে, রাজপথ সিংহ রাশির।
যেহেতু জীবনবাবুও ক্লান্ত হয় ,হাঁপিয়ে ওঠে অরাজকতায়
তাই সে দৌড়োতে থাকে রাজপথ ধরে
মৃত্যু থেকে দূরে
শান্তি থেকে দূরে
হয়তো সৃষ্টির খেয়ালে ,হয়তো কষ্টের ভিতর
তবুও রাজনীতি বলে আমরা মানুষের সরকার গড়তে চাই।
No comments:
Post a Comment