ক্রমশ জীবনের বানানটা অস্বচ্ছ হতে হতে হারিয়ে যাচ্ছে
ক্রমশ মানুষের বানানটা সময়ের ব্যানারে প্রাগৈতিহাসিকক্রমশ সময় বড় প্রকট ,
ইট আর পাটকেলে ঝগড়া, পাটক্ষেতে দাঁড়িয়ে কাকতাড়ুয়ার ভ্যাংচি
শ্রাবণের অঝোর বৃষ্টিতে শহরের ধুলোরা প্রতিবাদ করছে
তাদের আলাদা রাষ্ট্র চায়।
.
বছর ঘুরছে নিয়ম করে
রহিম চাচা দাঁতে নিমকাঠ ঘষতে আজকাল ভুলে যাচ্ছেন
এই শহরের প্রতিটা মানুষের মুখে আজকাল গোপন রক্তের গন্ধ ,
ঝোপের ভিতর প্রায় নিয়মিত গণধর্ষিত হচ্ছে নারী
সমাজ,বয়স ,নিয়ম ছাড়িয়ে মোবাইল টিউবে কন্ডোম পড়াচ্ছে সময়
আর বিধবার উঠোনে কাঁদছেন নষ্ট গণতন্ত্র।
পাখিপ্রেমীর খাঁচায় কাতরাচ্ছে মুক্তির ডানা
কবিতারা পাখি হতে চেয়ে হঠাৎ আহত হচ্ছে বিজ্ঞাপনী যুদ্ধে ,
আজকের নিয়ম
বন্যেরা খাঁচায় সুন্দর, ভ্রুণেরা ডাস্টবিনে।
.
সার্বভৌমের পকেট থেকে ছিনতাই বাকস্বাধীনতা
সাম্যবাদের মিথ্যার উপর ধর্ষিত জরায়ু,
গণতন্ত্রের কিডনিতে আজ শুধু কার্বনডাইঅক্সাইড
স্বাধীনতার নাটক মঞ্চস্থ হচ্চে রোজ ভন্ড দেশপ্রেমিকদের কোলাহলে
"জীবন" বানান ভুলে যাচ্ছে মানুষ
আর সঞ্চয়ের বিপরীতে ছুটে চলেছে মানুষের আয়ু।
.
আসলে এই হচ্ছে জীবন
... ঋষি
No comments:
Post a Comment