পোশাক
... ঋষি
সময়ের অলিতে-গলিতে যে দিন গেছে
সারা ফুটপাথ জুড়ে ,সারা শহর জুড়ে তার কোলাহল
আজ নতুন পোশাক অচেনা লাগে
অচেনা নতুন সময়ের কিছু পরিবর্তিত রীতি ,
আকাশ থেকে নেমে মানুষ
প্রতিটা মানুষের জন্ম পরিবর্তন ঘটে অচেনা মানুষে।
.
মধ্যবয়স্ক এক পুরুষ ঈশ্বরের দিকে তাকায়
কল্পনায় তুলে নেয় রং তুলি,
হিসেবের বাইরে অনিয়মে ছুঁয়ে যায় যায় কিছু প্রিয় মুহূর্ত
কিছু আফসোস।
হাতের তুলিতে ফুটে ওঠে জীবনের ফটোফ্রেমে মানুষ
ঈশ্বরও তবে মানুষের মতো দেখতে ,
সত্যিটা হলো
পোশাককে বদলালে পাল্টে যায় না শরীর।
No comments:
Post a Comment