Saturday, July 1, 2023

খুন

 খুন 

... ঋষি 


তোমাকে খুন করার পরও তুমি জেগে উঠলে 

তুমি বললে আমি এখনো মরিনি ,

প্রশ্ন করলে ছুরিটা কোথায় মেরেছিলে ?

হৃৎপিণ্ডের কতটা কাছাকাছি ছিল ?

তারপর সেই স্বর্গীয় হাসি হেসে আমাকে বললে 

তোমার কি জানা নেই ,

" ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না "

সুনীলবাবু পড়ো নি 

আমি বুঝলাম 

এই শহরে ভালোবাসার মৃত্যু নেই 

শুধু মৃত্যু লেখা থাকে সময়ের গায়ে খোদাই করা মুহূর্তদের । 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...