হাসছি দেখো জীবনভর
ঈশ্বরের কাছে মানুষের অস্তিত্ব শুধু ক্রমবর্ধমান লোকসংখ্যা ,
সেখানে আস্কারা দরকার।
দরকার স্বপ্নের ফানুসদের নীল রঙের বোতলে বন্ধ রেখে
একটা শান্তির ঘুমের ,
ক্রমবিবর্তীত পর্যায়তে আমরা সকলেই অন্তর্বর্তী পাঁচিলের ভিতর থাকি
এই শহরের স্কাইস্ক্যাপার গুলোকে আকাশ ডাকি
আর সম্পর্ককে নিয়ম।
.
আমরা ঘুম খুঁজতে রাত্রি বিক্রি করি
আর মুখবইতে পড়তে চাই প্রত্যেকেই শেষের কবিতা,
তাই বোধহয় মুখ বইতে দূরের মানুষ কাছে
কিংবা কাঁচের সম্পর্কে সত্যির বাস ।
....
নীল রঙের বোতল
ঋষি
No comments:
Post a Comment