Sunday, July 9, 2023

নীল রঙের বোতল

 হাসছি দেখো জীবনভর 

ঈশ্বরের কাছে মানুষের অস্তিত্ব শুধু ক্রমবর্ধমান লোকসংখ্যা ,

সেখানে আস্কারা দরকার। 

দরকার স্বপ্নের ফানুসদের নীল রঙের বোতলে বন্ধ রেখে 

একটা শান্তির ঘুমের ,

ক্রমবিবর্তীত পর্যায়তে  আমরা সকলেই অন্তর্বর্তী পাঁচিলের ভিতর থাকি 

এই শহরের স্কাইস্ক্যাপার গুলোকে আকাশ ডাকি 

আর সম্পর্ককে নিয়ম। 

.

আমরা ঘুম খুঁজতে রাত্রি বিক্রি করি 

আর মুখবইতে পড়তে চাই প্রত্যেকেই  শেষের কবিতা,

তাই বোধহয় মুখ বইতে দূরের মানুষ কাছে 

কিংবা কাঁচের সম্পর্কে সত্যির বাস । 

....

নীল রঙের বোতল 

ঋষি 



No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...