কেউ একটা চায়
যে সকালে ঘুমের চোখে জেগে উঠেই বলবে
দুষ্টু,
কেউ একজন সকালের কফির কাপে মুখোমুখি বসবে
বলবে শুধুই খবরের পাতা, আমিও তো আছি
তারপর হঠাৎ বুকের উপর ঝাঁপিয়ে পরবে।
.
কেউ একজন এমন হবে
যে তুমুল বৃষ্টিতে ছাতা বন্ধ করে হঠাৎ বলবে
চল না ভিজি আজ,
কেউ একজন এমন হবে
যে তুমুল জ্বরে বুকের কাছ ঘেঁষে শুয়ে বলবে
ভালো লাগছে না কিছু
শুধু তুই পাচ্ছে।
.
কেউ একটা চায়
যে অফিস থেকে দেরী করে ফিরলে রাগ করবে
কিংবা ধর গভীর রাতে ঘুমের মধ্যে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি।
কেউ একজন এমন হবে
যে এই শহরে হাজারো ভীড়ের মাঝে আমাকে মনে করবে
অভিমান করবে, ঝগড়া করবে
তারপর জড়িয়ে ধরে বলবে কষ্ট পেলাম
আর কখনো কষ্ট দিবি বল?
.
তুই হঠাৎ ক্ষেপে গেলি আমার কবিতা শুনে
বললি চুপ কর, চুপ কর
শুধু নিজের কথা, এখানে আমি কোথায় কবি ?
আমি বললাম আমরা, আমরা তো আছি
তুই গুমরে কেঁদে উঠে বললি, আমরা আর নেই
চলন্তিকা একা।
.
চলন্তিকা একা
ঋষি
No comments:
Post a Comment