Monday, July 17, 2023

প্রাক্তন

পাক্তন 


সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেলে 
চোখের রেটিনার মাইক্রোস্কোপীয় দুরত্ব 
প্রাক্তন, 
সমস্ত আবিষ্কার শেষ হয়ে গেলে
মঞ্চের উপর পুরোনো নাটকের ড্রপসিনে যে সমাপ্তি লেখা থাকে
সে হল প্রাক্তন। 
.
প্রাক্তন  পৃথিবীর একটা অন্যতম আশ্চর্য 
একটা মৃত আত্মা,একটা গল্পের ঝুড়ি
কিছুটা বিরক্তি কিংবা আফসোস 
পুরোনো ফটোফ্রেম, পাখির আকাশ, হারানো নীল বসন্ত
হঠাৎ আবছা হওয়া চোখ 
হঠাৎ পুরোনো নালিশ
হঠাৎ জোর করে ভুলতে চাওয়া
হঠাৎ মাঝসমুদ্রে একা। 
.
একটা এবড়োখেবড়ো রাস্তার উপর দাঁড়ানো শেষ  মাইলফলকটা 
অজস্র দোষারোপের মাঝখানে দাঁড়ানো সেই মানুষটা,
হঠাৎ ভীষন শরীর খারাপে খুঁজতে থাকা বুকটা
হঠাৎ  প্রলাপ মুহুর্তে অসহ্য সেই মুখটা,
সিগেরেট শেষ আগুন ছুঁয়ে যাওয়া সেই সুখটা
এমনকি হঠাৎ  কান্না পাওয়া 
কিংবা
পুরনো সেই রাস্তায় অজস্র মুহুর্তের পুরনো বাড়িটার নাম
বোধহয় প্রাক্তন। 


No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...