Friday, July 14, 2023

ভিজে যাই

 ভিজে যাই 

... ঋষি 

হঠাৎ জীবনের আকাশে কালো করে আসা মেঘ 

মেঘ হলেই অদ্ভুত  বৃষ্টি আসে 

আসে স্মৃতিরা ,

বৃষ্টি ছাটে দাঁড়িয়ে একলা আমি বহুমুখী আলিঙ্গন।

আঁকড়ে ধরতে চাই 

দূরে পালায় অন্য একটা দিন 

যেদিন আমরা ভিজেছিলাম একসাথে এই শহরের রাস্তায়।  

যাপিতজীবনের অনবদ্য মুহূর্তরা 

বহুমুখী পদ্য 

জীবন যাপন , মন এক শিশুতোষ ধারাপাত ,আদর্শলিপির

ঠোঁটে ঠোঁটে নিদারুন সবুজ। 

.

বহমান মুসাফির জীবনে মেঘের মতো ঘনীভূত হয়ে আসে সংকট

তারপর আমরা 

বিচ্ছিন্ন এক মৃত প্রতিবাদ

কোনো কালো মেঘে ঢাকা এই শহরের রাস্তায় একলা দাঁড়াই 

অপেক্ষার বৃষ্টিতে ভিজে 

ভিজে যাই। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...