Thursday, July 27, 2023

পাখিদের ঘর



অতিথি পাখির পাঠশালায় বসে আছে শহরের শব্দরা 

দিন ক্রমশ ফুরিয়ে আসছে 

শহরের শেষ মাথায় কাদার উপর কাদের যেন পায়ের ছাপ 

বড্ড চেনা ,

আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখা পাখিদের ঘর

আজ সময় নির্ভর। 

.

হৃদপিণ্ডের স্বরচিত শব্দরা আগুনের মাঝে চিনে নিচ্ছে শেষকৃত্য 

কিংবা প্রায়শ্চিত্ত  ,

জানো কী ?

জীবনবাবুর  গন্তব্য কোথায়?

অসময়ের বৃষ্টির বাতাসে নোনতা স্পর্শ ,গড়িয়ে নামে অনুভূতি 

নিঃশ্বাসের বাড়ির ঠিকানা খোঁজে সম্পর্ক। 

আয়নায় দাঁড়ালে যাকে তুমি দেখতে পাও,

সে তো তুমি নও , তোমারই আয়না...

ক্রমশ অন্ধকার ঘনায় 

পাখিরা ঘুমোতে যায় বোধহয় 

তুমি ঘুমিয়ে গেলেও হৃদয় জেগে থাকে

তুমি কী এই শহরকে আর বিশ্বাস করো?

চিনতে পারো কাদার  উপর সেই পায়ের ছাপগুলো ?

.

 পাখিদের ঘর 

... ঋষি 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...