Saturday, May 16, 2020

কহিনুর

কহিনুর 
.... ঋষি
মেয়েটির ভিতরে দুঃখ নদী
ক্যানভাসে ফুটে ওঠা সেই মেয়ে, 
ঠিক যেন গড়িয়ে নামা জল
ক্রমশ বদলানো দিন মেয়েটার চোখ ছলছল। 
.
ক্রমশ আকাশ ভরা মেঘ
ক্রমশ মেয়েটা মেঘলা গাছ, 
ক্রমশ গাছের ভিতর ঘর, ঘরের ভিতর চোখ 
ক্রমশ ইটের ভিতর স্বপ্ন,মেয়েটার আকাশের রোগ  । 
.
ওইখানে সে কিশোরী, ওইখানে তার ভোর 
সে বেঁচেছে বৃষ্টি বুকে,তবুও সময় চোর,
চুরি হচ্ছে বাঁচা,জলতরংগের সুর
তবু মেয়েটা একা, একলা কহিনুর। 
 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...