Monday, May 18, 2020

সত্যি করে মিথ্যে



সত্যি করে মিথ্যে
.. ঋষি 
একজন মানুষ একজীবনে কতবার মিথ্যে বলে
ওই যে ফল, ফুল সাজিয়ে যে রমণী মন্দিরে যাচ্ছে
সেও মিথ্যে বলবে।
যে লোকটা ওষুধের দোকান থেকে কনডোম কিনছে
সে কি মিথ্যে বলে না,
অফিসের বড়বাবু মেয়েকে গোয়ায় পাঠাচ্ছে ভালো জায়গা বলে
সেটা কি মিথ্যে নয়। 
.
অনেকগুলো মিথ্যে জুড়ে তৈরী হওয়া রাষ্ট্র আজ সত্যি হয়ে গেছে
অনেকগুলো সত্যি আজ আইপিলের মতো মিথ্যে। 
সাহাবাবুরা বাগানে বুবাই তাদের পুরনো লক্ষীকে ফেলে গেছে  
যার আবার একটা হাত গলে গেছে রোদ,বৃষ্টি, জলে, 
তবে কি এই মাটির লক্ষী মিথ্যে
না কি মিথ্যে বুবাইয়ের বাবা রেশন দুর্নীতি করে আজ বড়লোক। 
.
বারংবার দাঁত ঘষলে দাঁত সাদা হয় না
কিন্তু বারংবার মিথ্যে বললে, মিথ্যে সত্যি হয়ে যায়। 
আমরা আমাদের শিশ্ন বারংবার ওঠানামা করাকে ভালোবাসা ভাবি
অথচ সত্যি হলো ছ- ইঞ্চি ওঠানামায় ভালোবাসা হয় না,
আমাদের শিশ্নের কিছুটা ওপরে হৃদয় থাকে
তার ভিতরে থাকে রক্ত প্রবাহ,
সেই রক্তে থাকে নুন 
আর সত্যি হলো সেই নোনতায় যন্ত্রনা মিশলে
তবেই ভালোবাসা যায়। 
আমরা জানি সে কথা
অথচ সত্যি মানি শিশ্ন জুড়ে মানুষের ভালোবাসার কথা
 অথচ মিথ্যে ভাবি হৃদয়। 
.
একজন মানুষ একজীবনে তাই অজস্র মিথ্যে বলে
আর এই মিথ্যেগুলো জুড়তে জুড়তে মানুষগুলো কখন যেন 
মিথ্যে হয়ে যায় তা বুঝতেই পারে না।
বুঝতে পারে না 
মানুষের মিথ্যেগুলো সত্যি দুনিয়ায় 
কখন যেন অনেকটা অন্ধকার তৈরি করে 
আর সেই অন্ধকারে মানুষগুলো মিথ্যের ভুমিকায়। 

.
  

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...