Wednesday, May 27, 2020

ফসিল

ফসিল 
... ঋষি 

 সে দিন আর নেই 
পকেট খুলে ঢেলে দেব অনবরত হৃদয় 
বাইপাস করেছে সময়। 
শুয়ে আছি রাত্রি চোখে লেগে যাওয়া সময়ের পলেস্তারে 
আজও বৃষ্টি হলে শব্দ হয় 
কান পেতে শুনি আমি শহরের খবর। 
.
স্বয়ং মৃত্যু এসে দেখা করছে মানুষের সাথে 
খবরের ভাসছে মানুষের হৃদয়গুলো আজকাল চুরি করে বিক্রি করছে সময় ,
ধাপার  মাঠে পুড়ে যাচ্ছে বেওয়ারিশ শরীর। 
সময়ের দোষ 
মানুষ শুধু অবহেলায় সময়কে করে ফেলেছে রাক্ষস 
আজ সময় মানুষের বুক ছিঁড়ে নৃসিংহ অবতার। 
.
চলন্তিকা কখনও আগুন দেখেছো 
নাকি শুধু চিরকাল নিজেকেই পুড়িয়েছো অবহেলায় সময় বাসরে,
সে দিন আর নেই চলন্তিকা 
আমি আকাশের পাখি ,তুমি আকাশ। 
এখন গোটা একটা আকাশ আর গভীরে আকাশে আমাদের গ্রহটা 
শুধু বন্দি সময়ের জালে। 
আমরা সকলেই আজ খাবি খাওয়া মাছের মতো 
ফিরতে চাইছি পুরোনো সময়ে 
পুরোনোই গ্রহতে 
হয়তো আদিম হতে চাইছি। 
আমরা বোধহয় সকলে ঈশ্বরের কাছে আরেকবার প্রার্থনা করছি 
আমাদের ফসিলে বাস করা আদম আর ইভকে, 
আমরাও  ক্রমশ ক্লান্ত আজ সভ্যতার নাটকে 
জীবন নামক নকল এই অন্য স্যানেটাইজিং বেঁচে থাকায়। 



No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...