Wednesday, May 13, 2020

রাক্ষস



রাক্ষস 
.... ঋষি 
জীবনে তো বেশি কিছু চাই নি
বাঁচার জন্য দুটো ভাত আর এক একবার নৌকা যাত্রা 
শুধু এত টুকু। 
কিন্তু এই শহরে জলের বড় অভাব
অভাব  বৈশাখী রৌদ্রে শুকিয়ে যাওয়া  বাঁচায়, 
শুধু জীবন যাপন  এখন নিয়মের ভুমিকায়। 
.
তবুও দেখো মশারি টাঙানো রোজ 
বাঁচার চারহাতে এখন সময়ব্যাপী ব্ল্যাকহোল, 
মশারির ভিতর বসে ভাবা সুরক্ষিত আমরা 
অথচ বারংবার ভুলে যাই বায়ুচলাচল দরকার।
তাই আমাদের  বায়ুর সাথে সহবাস একলা মধ্যরাতে
বারংবার হোঁচট খাওয়া জীবন আর যাপনের সাথে। 
.
 তাই মাঝে মাঝে  ভাবি এইবার অন্ধ হয়ে যাই
পার্কস্ট্রীট রেস্তোরাঁয় সেই অন্ধ মিউজিসিয়ানের মতো 
লাঠি খুঁড়িয়ে পৌঁছে যাই কোন অন্ধ দ্বীপে,
 যেখানে চারপাশে আলো। 
আর ব্ল্যকহোল নয় 
মিথ্যা চৌম্বকীয় সম্পর্কের মায়া কাটিয়ে কোন যাযাবর
যেমন খুঁজতে থাকে ঈশ্বরের স্বপ্ন,
ঠিক তেমন নিজেকে নষ্ট করতে বড় ইচ্ছে করে। 
কোন মৃত্যু নয় 
তবু মৃত নদীর শরীরে জলস্রোত যেন রক্তের  ধারা,
মিথ্যে নৌকোযাত্রা।
আমার অন্ধ চোখ আর অন্ডকোষ খুলে রাখা থাকে
আকাল লাগা সময় নামক রাক্ষসের কাছে,
তবু বাঁচি, কারন আমার রাক্ষসী গর্ভবতী আজ
আমার ভাবনাদের সন্তানের সাথে।


No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...