Sunday, November 1, 2020

হ্যালো কলকাতা

 


হ্যালো কলকাতা 

... ঋষি 


ক)

.

কিছুটা চন্দনের গন্ধ 

আর এক মুঠো সোনালী আবেশ

তোমার সমাজে ছড়িয়ে দিয়ে 

তোমার পাগল করা চোখে কাজল লাগাই 

তারপর চলো মরে যাই। 


.

(খ)

.

অশ্লীল  আগুনে আমি লটপত 

তোমার কোমল জঙ্ঘায় একবার চুমু খেয়ে ,

তোমার সমাজে মুঠো রেখে মিহি গর্জন 

মেঘ ভাঙা বৃষ্টি 

তারপর চলো মরে যাই। 


(গ)


সময়ের  বিপ্লবী আগুনে

নিষিদ্ধ  প্রাচীর গুঁড়িয়ে, সহস্রবার

একটি সংসার পাবো বলে বেঁচে আছি আগামী কোনো দিনে 

স্পর্শকাতর নিঃশ্বাসে বিষ ঢেলে

তোমাকে হত্যা করে পাবো বলে বেঁচে আছি। 

.

(ঘ )

.

একদিন ঔরঙ্গজেব  হবো

তোমার বুকের জমিন মাড়িয়ে, এ প্রান্ত হতে ও প্রান্তে

তোমার  হৃদয়ে সাম্রাজ্য পাতবো ।

না পাখি হতে চাই না আর 

চাই শুধু সাম্রাজ্যবাদী মৃত্যু বুকে অধিকারের গল্প লিখতে। 

.

(ঙ)

.

মায়ার সংসারে, তোমার স্পর্শহীন ছায়া

যেন আকাশের জমিনে পুঁতে থাকা শত বছরের পুরনো শহর 

হ্যালো কলকাতা তুমি তিলোত্তমা হতে পারো নি 

পারো নি হতে আমার প্রিয়তমা 

শুধু ইতিহাস শুকে আসন্ন মৃত্যুর মতো তুমি অপেক্ষা আমার সাথে। 


No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...