Monday, November 23, 2020

সামনে ,পিছনে

 


সামনে ,পিছনে 

... ঋষি 


একটু পিছিয়ে শুরু করি 


ছেলেটা জানে এই মুহূর্তের পৃথিবী ভাঙতে পারে যে কোনোদিন 


কারণ ছেলেটা বোঝে বাবামার  ঝগড়া দিন কাটাচ্ছে 


পাশাপাশি সমাজের মতো করে ,


ছেলেটা ভয় পায়


অথচ বলতে পারে না কাউকে টিভির পর্দায় পরিবারগুলো 


আর নাটকে ভালো লাগে না । 


.


ছেলেটা রোজ শোনে বাবার সাথে ঝগড়ার সময় 


রিতা আন্টির কথা ,


রিতা আন্টি কে ? ছেলেটা বোঝে 


কিন্তু বুঝতে পারে না তার পৃথিবীতে কে তার প্রয়োজন 


বাবা না মা ?


.


সব প্রশ্নের উত্তর হয় না যেমন 


সব প্রশ্নের জবাব কি থাকে ?


সামনে খোলা প্রান্তরে এখন ছেলেটার সময় বদলাবে সমাজ  ,


ছেলেটাকে মাননীয় জজসাহেব প্রশ্ন করে ?


বলো তো বাবা কে তোমায় বেশি ভালোবাসে ? বাবা না মা। 


ছেলেটা চেয়ে থাকে পর্দার বাইরে 


মনে পরে তার বাবার মুখ ,বাবার সাইকেলে করে ঘুরতে যাওয়া 


মনে পরে তার মায়ের মুখ ,মনে পরে মায়ের আদর করে জড়িয়ে থাকা ,


ছেলেটা হঠাৎ কেঁদে ওঠে 


সে বলে আমার দুজনকেই চায় ,


আবার একটা প্রশ্ন ভেসে আসে সমাজের কাছ থেকে 


বাবা রিতা মেহতা বলে কাউকে তুমি চেনো,


ছেলেটার মনে পরে রিতা আন্টির মুখ


মনে পরে মায়ের মুখ দিয়ে শোনা নোংরা কথাগুলো বাবাকে বলা 


মনে পরে বাবার বলা কথা উত্তরগুলো ,


ছেলেটা আবার কেঁদে ওঠে ফুপিয়ে 


বলে রিতা আন্টি বাবার প্রেমিকা। 


.


এইবার সামনে দাঁড়িয়ে বলি 


আপনারা কি ভাবছেন ছেলেটা বাবার কাছে যাবে না মায়ের 


সমাজ কি ভাবছে ইশ এতটুকু ছেলে 


সময় ভাবছে মা ,বাবার বিচ্ছেদ হলে ছেলেটা মানুষ হবে না 


আর আমি ভাবছি 


ছেলেটা কোথায় দাঁড়িয়ে ?


ছেলেটা কোথায় দাঁড়াবে ?


No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...