Saturday, November 14, 2020

শুভ দীপাবলী ,২০২১

 


শুভ দীপাবলী ,২০২১

... ঋষি 


যদি অন্ধকার থাকে ,তবুও শুভেচ্ছা 

বেঁচে আছি কিনা জানি না ,তবুও শুভেচ্ছা 

রাস্তায় ক্ষুদার্থ মানুষ হাঁটছে ,তবুও শুভেচ্ছা 

তোমার বাড়ি তো আছে ঘর নেই ,তবুও শুভেচ্ছা ,

সকলেই বলে ভালো থাকতে হয় 

তাই শুভেচ্ছা 

শুভেচ্ছা শুভ দীপাবলী ,২০২১।

.

না অন্ধকারের কবিতা না 

এই বছর বিশেষ সতর্কবার্তা বাজি ফাটবে না,

তাতে কি ?

আনন্দ তো অপারক সময়ের দাস  ফিরে আসবে ,আসতেই হয় 

তুমি হাসবে কিনা ,আমি হাসবো কিনা ,আপনারা হাসবেন কিনা জানি না ,

শুধু জানি শুভেচ্ছা বলতে হয় 

তাই শুভেচ্ছা শুভ দীপাবলি ২০২১। 

.

না না মনখারাপ না 

বরং এই ভালো মানুষের থেকে মানুষের দূরত্ব 

শর্তাবলী প্রযোজ্য তোমার থেকে দূরে থাকার। 

না না কোনো রকম বিষন্নতা না 

সামনের দিকে তাকান 

পিছনে যারা মরে গেলো ,মরে যাচ্ছে ,ভুলে যান 

বরং একটা ফ্যামিলি টুর প্ল্যান করুন মন্দারমণি ,কিংবা দিঘা।

না না আপনার জানার দরকার নেই 

এই সময় কার চাকরি আছে ,কার নেই 

কার ঘরে ভাত জোটে না সাতদিন ,আপনার তো জোটে। 

না না ভাববার দরকার নেই 

প্রতিদিন ট্রেনে,বাসে  স্যোসাল ডিস্টেনসিং মেইনটেইন হচ্ছে কিনা ,

ভাববার দরকার নেই রায় গাছির জবা তার স্বামী  আত্মহত্যা করলো 

কারণ উবেরের ই এম আই আর টানা সম্ভব না  বলে 

না না আপনার দেখার দরকার নেই পাশের বাড়ির স্বপ্না বলে মেয়েটা 

পরিবার টানতে রোজ পার্কস্ট্রিটে দাঁড়ায় ,

না না আপনার শোনার দরকার নেই পাশের বাড়ির চঞ্চলের চাকরিটা গেছে 

ফাস্টস্ট্রেশনে ছেলেটা ঝাঁপ মারলো তার পাঁচ তোলার ফ্ল্যাট থেকে।

.

তাই তো বলা 

যদিও অন্ধকার বেঁচে থাকে ,তবুও শুভেচ্ছা 

শুভেচ্ছা শব্দটা যেখানে ভীষণ আত্মিক হওয়ার কথা 

সেখানে  সামাজিক। 

তবুও সেই সামাজিকতা থেকে তোমাকে বলা চলন্তিকা 

আপনাদের বলা 

শুভেচ্ছা শুভ দীপাবলি ২০২১।


  

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...