Tuesday, November 10, 2020

তুমি



 তুমি 

.. ঋষি 


স্রষ্টার প্রেম কি শুধু তোমাকে জুড়ে 

এই যে সুনীল ,শক্তি ,ভাস্কর , নেরুদা সকলেই সুখে কলম চোবালো শব্দে

উঠে এলে সময়ের মতো তুমি ,

তোমার শহর 

তোমার অবস্থান ,একলা থাকা সহবস্থান 

অথচ নিজেকে লিখতে লিখতে সকলেই প্ৰেমিক হয়ে গেলো। 

.

ভ্যানগগ,পিকাসো ,গণেশ পাইন 

সকলেই যে তুলির ছোঁয়ায় তোমাকে ছুঁয়ে গেলো ,

ছুঁয়ে অজস্র ভবনের নারী নিজের মতো করে ,

জল রঙ ,তেল ,ইজেল ,চারকোল 

পবিত্রতা ,সতীত্ব ,অপবিত্রতা ,দেবী ,মন্দির ,ভাবনা ,কলঙ্ক 

সব লাল ,নীল ,হলুদ ,সবুজ ,বেগুনি ছায়া 

চোখ বন্ধ করে তোমায় পাওয়া। 

.

স্রষ্টার প্রেম শুধু কি তোমায় জুড়ে 

তুমি ছাড়া কি সত্যি কিছু ভাবে এই পৃথিবীর ভাবনাগুলো ?

অন্ধকার হোক 

আলো হোক 

নগ্ন হোক ,প্রেমিকা হোক ,নৃত্যকি হোক 

হোক সম্মানের ,হোক অসম্মানের 

তুমি ছাড়া আর কি কিছুই নেই ?

তোমাকে বলছি শোনো যতটা তোমাকে মনে করেছে সময় 

স্মৃষ্টির পাতায় ,

তুমি তার থেকে অনেক বেশি। 

যে মানুষ সৃষ্টি করে ,যে মানুষ ভালোবাসে 

দুজনেই প্রেমিক 

তুমিই তো চিরকাল  নীরা ,আকাশলীনা ,বনলতা ,অপর্ণা ,চলন্তিকা

শুধু সময়ের রূপ 

তুমি একই চিরকাল 

সকালের শিশির পাড়িয়ে ,কিংবা আগুনে পা দিয়ে 

তুমিই তো থাকো সর্বদা সৃষ্টির পাতায়

মানুষের কল্পনায় হাজারো রূপে ।  

 


..

 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...