Thursday, November 26, 2020

বদনাম গলি




 বদনাম গলি 

....  ঋষি 


সময় জুড়ে শুয়ে আছে ভারতবর্ষ 

কমরেডদের শরীরের ওপর উঠে আছে আতঙ্ক 

উঠে আসছে একটার পর একটা যুদ্ধের ট্যাংক ,যুদ্ধ বিমান 

বদনাম ভারতবর্ষ। 

.

কোনো সভ্যতা নয় 

বিপ্লবের দীক্ষায় দীক্ষিত ভারতবর্ষের মানচিত্রে শুয়ে আছে অশোকস্তম্ভ 

অথচ মাথা নিচু করে সময়ের সিংহরা

ভয় পাচ্ছে 

ভুলে যাচ্ছে মাংসের গন্ধ 

 বদনাম গোলিয়সে গুজেরনে বালা হর  ইনসান 

আজকে তারিখমে সব রেন্ডি  হোতি  হে। 

.

সারা মানচিত্র জুড়ে ছড়িয়ে অজস্র রক্তবিন্দু 

মানষের জন্য 

শ্রমিকের জন্য 

সময়ের জন্য ,

অথচ চলন্তিকা তোমার বুকে পুঁতে রাখা হয়েছে সামাজিক ধর্ম 

সমাজের প্রজাপতি 

অথচ প্রজাপতির নরম আনন্দকে বলাৎকার করছে দেশ 

ধর্মের পাঠায় লেখা আছে কুন্তী পাঞ্চালি 

আর অহল্যা পাপী। 

সব সত্যি মিথ্যে হয়ে যায় ,সব মিথ্যা সত্যি হয়ে যায় 

সময়ের পাতায় ,

আমরা জানি আমরা কজন গাছ লাগায় 

জোয়ারভাঁটার টানাটানিতে মরুভূমি কেন জন্মায়। 

অথচ সত্যি বলতে পারি না জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড নিয়তি নয় 

বিপ্লবকে দমবন্ধ করে মারার প্রচেষ্টা 

আর আজকের সময়ে যদি আপনার স্ত্রীর গর্ভে সময়ের প্রজাপতি জন্মায় 

আপনি কমরেড না 

সময়কে ,সমাজকে বেজন্মা বলে গালাগাল দেন। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...