Wednesday, November 4, 2020

মন ভালো নেই

 


মন ভালো নেই 

... ঋষি 

তোমাতে কলম ছোঁয়াবো 

লিখে ফেলবো কয়েহস্ত বিশাল এক দিগন্ত 

এই শহরের কারোর  মন ভালো নেই ,

মন ভালো থাকে না আজকাল 

হলুদ নিয়নে ভিজে যাওয়া শহর উইপোকার আড্ডা 

কুঁড়ে কুঁড়ে খাওয়া সময়ের শহরে ক্লেদাক্ত উপস্থিতি 

কারোরই মন ভালো থাকে না আজকাল। 

.

তোমাতে কলম ছোঁয়াবো 

শেষ রাতের অনবদ্য কোজাগরী চাঁদের চারদেয়ালের চোঁয়ানো ভাবনারা 

স্তবকে স্তবকে রক্তের শিরায় 

বাড়তে থাকা গৃহস্থের দাম অনিবার্য ভাবনায় গরম ভাত,

সবকিছু একলা হয়ে যায় 

এই শহরের কোনো রাত ঘেঁষা গৃহস্থের কোটরে কেঁদে ওঠে রাতের পেঁচা 

মন ভালো নেই 

কেন জানি মন ভালো থাকে না আজকাল কারোরই। 

.

তোমাতে কলম ছোঁয়াবো 

খুলে  ফেলা একলা  অন্ধকার শহরে পুরোনো কিছু স্মৃতির দরজা ,

ক্রমাগত ঠুকে চলা মৃদুতালে মাথার ভিতর আমার তুমি 

তুমি কি জানো চলন্তিকা আকাশের চাঁদে কোনো বুড়ি সত্যি স্বপ্ন বোনে কিনা ?

কোন প্রথাগত সময় অকারণে পুরোনো ভাঁজ করা চিঠিগুলো 

হঠাৎ সময়ের দরজায় কলিংবেল বাজায়  কেন ?

কেনই বা এই শহরের অজস্র সভ্যতার কুঠুরিতে শুধুইআজ  চারদেওয়াল ?

আকাশ নেই 

স্বপ্ন নেই 

স্পর্শ নেই 

কেনই বা বুককেসের উপর মাটির বিষ্ণুপুরের  ঘোড়াটা ছুটতে চায় ?

কেন কেন ? 

কেন মন ভালো থাকে না ?

কেন ভালো থাকে না স্বপ্নের স্পর্ধায় ছুঁয়ে থাকা যত্নগুলো ?

সকলে কেন তবে মিথ্যে বলে ভালো আছি ?


No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...