Tuesday, August 10, 2021

পুনশ্চ প্রেম


 পুনশ্চ প্রেম

.... ঋষি  


তুমুল বৃষ্টি দিনে হঠাৎ করে ভিজে যাই  আমি 

ভিজে যাওয়া শহরের শিরায় তখন পুনশ্চ প্রেম ,

প্রশ্ন ঠিক নয় 

একটা উত্তর ভিজে স্যাতস্যাতে আদুরে ভাবনায়, 

ভিজিয়ে দিয়ে কানে কানে বলে 

ভালোবাসি ,আমি আছি। 

.

সমস্ত জন্মের সূত্র ধরে শহরের ধারাবাহিক নিয়মাবলী 

অথচ ভালোবাসার নিয়ম ?

নদীর বহতা ,পাখির কিচিরমিচির ,গাছের বেড়ে ওঠা 

গাছদের প্রেম 

পুনশ্চ কি ?

.

তুমুল বৃষ্টি দিনে এই শহর ভালোবাসে 

এই শহর কাঁদে 

প্রতিটা বাসস্ট্যান্ড ,প্রতিটা ম্যান হোল ,এঁকে বেঁকে চলা মেট্রো 

শ্যামবাজার ,পার্কস্ট্রিট ,গড়িয়াহাট 

আর বৃষ্টি। 

শরীর বেয়ে একটা প্রশ্ন বইতে থাকে 

ভালো আছি ? কতটা ?

আর বৃষ্টির জলে উত্তরগুলো চিৎকার করে 

কেউ বোঝে না 

বুঝতে চায় না 

শুধু একলা কার্নিশে একটা চড়াই বৃষ্টির জলে একলা ভেজে। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...