Monday, August 9, 2021

তবু মনে রেখো

 


তবু মনে রেখো 

... ঋষি 

.

মৃত রাজার খোঁজে জীবন গেয়ে উঠলো 

আমি চিনি গো চিনি তোমাকে ,

ঠিক তখনি কোথাও একটা নষ্ট গল্পের পাতায় চোখ আটকে গেলো কবির 

একটা রৌদ্রতপ্ত দিনে ,একটা ব্যাধিগ্রস্থ বিছানায় 

উপন্যাসের রাণী খুঁজে ফিরছে মৃত রাজাকে। 

.

রোজ দিন বদলায় 

রোজ সকাল থেকে ভাবনার স্রোতে দরজা ঠেলে ঢুকে পড়ে ক্লান্তি,

জানি এই শহরে ভাবনার বাস নেই 

জানি এই শহরে ভালোবাসার ভাত নেই 

শুধু আছে ভিক্তোরিয়ায় মাথায় একলা পরী 

আর স্মৃতি। 

.

মৃত রাজার খোঁজে একের পর এক বিতৃষ্ণা 

তেতো হয়ে যাওয়া শহর থেকে ক্রমশ এগিয়ে চলা উপন্যাস 

শহরের তুমুল ভিড়ে প্রতিদিন হারিয়ে যায় 

শহর কাঁদে 

জীবন কাঁদে 

কাঁদে মানুষের মূল্যবোধ 

তবু কোন এক সকালে শহরের  তিনতলার ঘরের ভিতর পাওয়া যায় 

মৃত রাজার গলা পচা শরীর ,

রানী কাঁদতে থাকে 

আর কোথাও অচিনপুরে বেঁচে ওঠে ভীষণ চেনা সমাপ্তি 

তবু মনে রেখো। 

No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...