Monday, August 2, 2021

ক্যালাইডোস্কোপ



 ক্যালাইডোস্কোপ

... ঋষি 

 

রাত 

প্রতিটা রাতের আলাদা গন্ধ আছে 

আলাদা গন্ধ আছে একলা শহরে শুয়ে থাকা নরনারী ,রাতের বিছানায় 

আমি হিংসা করি তাদের 

যারা ঘুমোতে যাবার আগে আর ঘুম থেকে উঠে মুখ দেখে 

আবার দাঁত ব্রাশ করে মানুষ হয়ে ওঠে। 

নির্ভরতা 

.

আদর নিয়ে নির্ভরশীলতা আমার চিরকালীন 

বুকের রেলিঙে তোমার খোলা চুলের আগুনে অন্ধকার 

আমি জ্বলি ,মরি 

সকলেই এই শহরে মানুষ নিয়ে খেলে 

কেউ কেউ জানা অজানায় খেলে ফেলে মন নিয়ে। 

.

জেব্রাক্রসিং 

.


নিয়মিত কিছু কথা খুব সামাজিক এই সময় 

রাস্তায় হাঁটার সময় জেব্রাক্রসিং ব্যবহার করুন 

অথচ কেউ বলে না 

একটু আলাদা করে জীবনটাকে দেখুন 

কিংবা বাঁ চু না। 

.

বিষন্নতা 

.

কঙ্কালের গায়ে ভালোবাসা লাগলে ঘুম ভাঙে রাত 

আর বিষন্নতার গায়ে লাগলে 

সময় বলে ধুস ,কয়েকফুট জীবনে কয়েকশো অজুহাত ,

হাসি পায় ভাবলে 

মানুষ মানুষকে ভালোবাসে আজও বাঁচবে বলে। 


No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...