Wednesday, August 4, 2021

একটা রিমেক

 


একটা রিমেক 

... ঋষি 

.

মেয়েটার নাম ধর্ম 

ছেলেটার নাম ধর্ম 

মেয়েটার নাম সমাজ 

ছেলেটার নাম সমাজ 

মেয়েটার নাম ভালোবাসা 

ছেলেটার নাম ভালোবাসা। 

.

পাশ দিয়ে কে যেন বলে গেলো,যা যা বেহায়া পাখি যানা 

অদ্ভুত 

মেয়েটার নাম ফতেমা ,ছেলেটার নাম নিতাই 

মেয়েটার জেলা অজানা  ,গোত্র মুছলমানের ঘরের মেয়ে 

ছেলেটার জেলা অজানা ,গোত্র হিঁদুর  ঘরের ছেলে 

আরও অদ্ভুত প্রেম 

ছি এমনটা হয় নাকি !

.

ঘাবড়াবেন না ,গল্পটা বাকি এখন 

ফতেমা বললো নিতাই রে  ,চল রে পলাই মুরা  ,হেথায়  কেউ বুঝবে না কো মুদের  

পুরো দিলবালে দুলহানিয়া রিমেক ,

নিতাই  বললো কই যামু ,হেথায় আমাদের ঘর হেথায় আমাদের মাটি 

শুনলো না ,বুঝলো শুধু সময় 

ধরা পড়লো হাতে নাতে নিতাই আর ফতেমা ,

হিন্দু গ্রামের পঞ্চায়েত বিধান দিল 

এত বড় সাহস বামুন হয়ে চাঁদের গায়ে হাত 

ফাতেমাকে নগ্ন করে ,ন্যাড়া করে বেঁধে রাখা হলো গাছতলায়

রাতের অন্ধকারে বেশ কিছু গ্রামের জোয়ান পিষে দিতে দিতে  ফাতেমাকে বললো শালী জানি গতরে তোর আগুন ,মুরা আছি তো 

তাই বলে হিঁদুর ছেলে । 

.

সেদিন অন্ধকারে দুটো জিনিস ঘটলো সে গ্রামে 

ধর্ম বলে নিয়মের গল্পটা বদল হবে বলেও বদলালো না 

আর নিতাই বিষের সিসি হাতে রক্তাক্ত  ফাতেমাকে জড়িয়ে ধরে বললো 

আর বেঁচে কাম নাই রে ,চল পালাই,একসঙ্গে ঘর বাধুম ওপারে। 

 


No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...