Sunday, August 22, 2021

নারী প্রশ্ন

 নারী প্রশ্ন 

... ঋষি 


ভিতরের ঘর থেকে শব্দ আসছে সমাজ 

শরীরের ভিতরের থেকে নিউরোলোজিক সংকেত নিয়ম 

সময়ের ভিতর থেকে হাজারো উদাহরণ হিসেবে 

আর আমি 

লাল টকটকে আগুনের সিঁদুরের নামে  পরিচত একটা সমাজ 

যাকে সামাজিক থাকতে হয় স্ত্রী পরিচয়ে। 

.

অলীক হিসেবকুসুম

স্ত্রী মানে সামাজিক পুরুষের ফ্রী  সেক্স জোন 

স্ত্রী মানে হিসেবের পুরুষের সামাজিক রিংটোন 

স্ত্রী মানে এক নিয়মের ডাইরি 

যার সামনে পিছনে লাগানো সময়ের  কালিতে মৃত নারীর ইচ্ছা

একটা ফটোফ্রেম পারিবারিক প্রতিষ্ঠা। 

.

প্রশ্ন করি সমাজ 

একজন পুরুষ যদি হাজারো নারী সঙ্গ করতে পারে ,তবে নারী নয় কেন 

একজন পুরুষ যদি যখনতখন হাসতে পারে ,তবে নারী  নয় কেন

সিঁদুর হলো নারীর পরিচয় ,তবে পুরুষের কোনটা ?

ঘোমটা ,পারিবারিক সম্মান শুধুই নারীর ,তবে পুরুষের কি ?

পুরুষের ইচ্ছা হলো ইচ্ছা আর নারীর  ইচ্ছা ?

পুরুষের বাঁচা বাঁচা আর নারীর বাঁচা ?

হাজারো প্রশ্ন 

অথচ উত্তর তুমি নারী 

তুমি স্ত্রী 

তুমি কন্যা 

তুমি ভার্যা। 

তোমার কোনো প্রশ্ন  থাকতে পারে না 

তোমার কোনো ইচ্ছা থাকতে পারে না 

তোমার কোনো বাঁচা থাকতে পারে 

তোমার জন্য শুধুই  স্বামীর ঘর আর সিঁদুর 

তোমার জন্য রান্নাঘরের জানলা 

তোমার জন্য বিকেলের মনখারাপ 

তোমার জন্য সন্তানের দেখভাল 

তোমার জন্য স্বামী সেবা 

তোমার জন্য রাতের রমন 

তোমার জন্য মেনে নেওয়া 

কারণ তুমি নারী তোমাকে সহ্য করতে হয়।  

   

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...