Friday, August 13, 2021

তবুও স্বাধীনতা




 তবুও স্বাধীনতা 


... ঋষি 


.


সারা সময় জুড়ে আজ গেরুয়া ,সাদা ,সবুজ 


কি বলতে চাইছে আপনার ভারতবর্ষ ?


কান পেতে শুনুন ,কি শুনছেন 


আকুতি ,কান্না ,


শ্বাপদের অধীনে থাকা স্বাধীনতা আজ মৃতপ্রায়। 


৭৫ বছরের একটা মানচিত্র ,


৭৫ বছরের ধুঁকতে থাকা এক বৃদ্ধ মা আজ চোখের জলে 


আপনার উনুনের ধোঁয়ায় 


আপনার চোখের পলাশে আজ শুধু মৃতপ্রায় রাষ্ট্র 


ব্যাধিতে ধুঁকতে থাকা মৃতপ্রায় মানুষ 


তবুও স্বাধীনতা। 


.


গাছের জীবন ,সময়ের জীবন ,নদীর জীবন ,আকাশের জীবন 


সব কেমন ঝিমিয়ে আছে এই সময় 


তবুও স্বাধীনতা। 


তবুও আজ দিল্লি গেটে কুচকাওয়াজ ,কামান দাগা 


মিথ্যে বুলি কদম কদম মিলায়ে যা ,


মাইকে চিৎকার ভারত হ্যামকো জানসে  প্যাযারা হ্যা 


মিথ্যে স্বপ্ন সোনার ভারতবর্ষ। 


কোনো দেশ ,কোনো শতক ,কোনো সভ্যতা মিথ্যের উপর দাঁড়িয়ে 


কখনো ভালো থাকতে পারে না ,


যে দেশের আজও সত্তর শতাংশ লোক ঠিক করে খেতে পায় না 


যে দেশে রেশনের চাল ,বন্যার টাকা চুরি হয়ে যায় 


যে দেশে কমতে থাকা শিক্ষা ,কমতে থাকা কর্মসংস্থান আর বাড়ন্ত জনসংখ্যা 


সেই দেশের নাগরিক আমি 


সেই দেশের আবার স্বাধীনতা ! না লজ্জা। 


.


একটা মৃতপ্রায় দেশে স্বাধীনতা মানে খিদে 


একটা জ্বলন্ত চিতাকাঠের কাছে প্রশ্ন করুন স্বাধীনতা কি ?


দেখবে বুকের যন্ত্রনায় সে চিৎকার করছে 


বলছে স্বাধীনতা মানে বাঁচতে চাই  


স্বাধীনতা মানে মুক্তি 


স্বাধীনতা মানে সম্পর্ক মানুষের 


স্বাধীনতা মানে একটা অনুভব যেখানে দেশ মানে গর্ব। 


.


কি আপনার গর্ব হচ্ছে তো ?


তবুও স্বাধীনতা


তবুও স্বাধীনতা !




No comments:

Post a Comment

.বৃষ্টির ওপারে

সুতরাং, আমি একটি চুক্তি করেছি বৃষ্টির সাথে যেহেতু আমি অনন্ততায় বিশ্বাস করি না সেহেতু এখনই ভিজবো,  প্রকৃতির চিরস্থায়ী নির্দোষতা এবং আধ্যাত্ম...