Wednesday, August 4, 2021

হয়তো পরের জন্মে

 


হয়তো পরের জন্মে 

... ঋষি 

.

তুর দিকে তাকালে মুর বুক শুকিয়ে যায় 

তুর দিকে তাকলে মুর সুখ শুকিয়ে যায় 

আগুন লাগে গতরে 

আগুনে পুড়ে মরি আমি আর মরে না তুর চোখ।

 

.

আর রাধা দাঁড়িয়ে আছে হাইরুটের গা ঘেঁষে খদ্দেরের অপেক্ষায় 

ছেলে না মেয়ে , নিজেকে দেখেছিলো সে বুক খুলে 

কিন্তু নিজের গালের  দাঁড়িতে   হাত দিয়ে কেঁপে ওঠে রাধা রোজ ,

ঘুম আসে 

ঘুম স্বপ্ন সুখ ,স্বপ্ন সুর 

নধর নারী শরীর ,সুমধুর মিলন ,মনের পুরুষ। 

.

একটা লরি এসে থামে 

কত লিবি ? নিতে পারবি তো ?

রাধা মেয়েলি ভঙ্গিমায় বলে ,কত দিবি বাবু। ...তুই ভালোবাসা ,

তারপর কোনো নিষিদ্ধ ডেরায় রাধার অর্ধনারীর  শরীরটায় হামলে পরে প্রেম ,

বুকের ডানা গুলো দুহাত দিয়ে ডলতে থাকে 

আর পিষ্টন চলে পিছনের কামরায় 

রাধার চোখে জল ,

সব কিছু ছেড়ে উঠে দাঁড়ায় পাঞ্জাবী ড্রাইভার ছুঁড়ে দেয় একটা একশো টাকা। 

রাধা বলে বাবু ভালোবাসা পেলি তো ? 

ড্রাইভার বলে এই ছিনাল তুর আবার ভালোবাসা ,যা মলম লাগা। 

.

রোজ ভোর রাতে রাধা বাড়ি ফেরে 

রাধার সারা শরীরে থাকে ভালোবাসা 

আয়নার সামনে দাঁড়ায় রাধা নিজের ব্লাউজ খুলে  বুক  দেখে

চোখ ঘোরে ব্লেড দিয়ে চাচা লোমহীন শরীরটার দিকে  

হায় হায় 

.

তুর লাগি মুর  অঙ্গ জ্বলে সখি 

তোর বিহনে আগুন লাগে বুকে 

এ জন্মে রাধাবৃহন্নলা রূপে 

হয়তো পরের জন্মে ভালোবাসা। 


No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...