Thursday, August 26, 2021

কয়েকটি বুলেট

 


কয়েকটি  বুলেট 

... ঋষি 


১ )

কবিতা লিখে

উঠে দঁড়াতে চায় কবি রাষ্ট্রের মুখে থাপ্পর মেরে 

আর আকাশ দেখে কবি ভাবে 

ভালোবাসা এত বড়।  

.

২)

পৃথিবীর সবচেয়ে বিশ্বাসী মিথ্যের নাম ঈশ্বর 

আপনি যদি বুঝতে চান 

একবার ঘুরে আসুন দাঙ্গার সেই দিনগুলোতে 

ভারতবর্ষ তখন মিথ্যা ঈশ্বরের দেশ। 

.

৩)

কবি, এ্যাম্বুলেন্স আর সময় 

তিনখানি পাশাপাশি রাখলে হাসপাতালে মর্গে একটা মৃতদেহ উঠে  দাঁড়ায় 

বলে বাঁচতে চাই ,হাসতে চাই 

আমার একটা দেশ দরকার বুলেটপ্রুফ। 

.

৪)

আমাদের সকলের মাথা আছে 

কিন্তু শান্তি নেই ,দেশ নেই, মাটি নেই

শুধু বর্ণমালা দিয়ে দেশ তৈরী হয় না 

দেশ লিখতেও সাধারণ মানুষের রক্ত লাগে। 

.

৫)

আমাদের চোখে ঘৃনা

ভালোবাসা শব্দটা তাই যখন তখন পঞ্চায়েত বিধানে মাথা ন্যাড়া করে 

ভালোবাসার মাথা কাটা যায়  

সারা দেশ জুড়ে বাড়তে থাকে বস্তি আর অর্ধউলঙ্গ মানুষ। 

.

৬))

কবিতা লিখে কিছু হয় না জানি 

শুধু বুকের বারুদগুলো সীসের টুকরোয় ভরে ফায়ার 

সামনে দাঁড়িয়ে মিথ্যে 

আর মিথ্যে মানুষের তৈরী একটা দেশের নাম।   


No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...