Tuesday, August 17, 2021

১৭ ই আগস্ট



১৭ ই আগস্ট 

.. ঋষি 


অনেক্ষনের জন্য আলাদা হয়ে আছি 

কবির  অণুবীক্ষণের চোখে লেগে আছে মুহূর্তের স্বপ্নঘোর 

কি বলো চলন্তিকা ?শেষ অবধি বছর ঘুরলো ?

আমি গিয়ে দাঁড়ালাম বৃত্তের শেষ বিন্দুটাতে 

তুমি তাকাচ্ছো 

দেখছো আমায় 

আমি ফুরোচ্ছি না। 

.

একটা ফুরোনোর গল্প লেখা ছিল আমার অন্নপ্রাশনের ঠিকানায় 

অথচ আজ ১৭ ই আগস্ট, 

 তুমি হাত রেখে দাঁড়িয়ে তোমার বাড়ির সাদা মাউসের উপর 

একটা ক্লিক মানে অনেকটা আকাশ

অনেক পরিজন,

অর্কিডের পিঠ বেয়ে নেমে আসছে বৃষ্টির জল 

তোমার ডেস্কটপে একটা জ্যান্ত জীবন। 

.

অনেক্ষন আলাদা হয়ে আছি 

দুঃখ সেটা নয় 

দুঃখ শব্দটা বুকের পাঁজর আঁকড়ে হঠাৎ বলে দেয় তুমি 

একটা না শেষ হওয়া কবিতা। 

আজ ১৭ ই আগস্ট কিছুটা হলেও সত্যি লেখা হলো তোমার বুকে 

তবু জানি জল জমবে তোমার বুকে 

সেই জলে মুখ ধুঁয়ে তো সকালে দাঁত ব্রাশ করবে সময়। 

অথচ কবির  মুখে দুর্গন্ধ 

বাসি কিছু  রক্তের দাগ আর আজকের কবিতা ,

ভাঙ্গাচোরা কিছুটা বেঁচে থাকা জড়ো করে কবি গিয়ে দাঁড়ায় কবিতার শেষে 

যেখানে মানুষের পৃথিবীর জীবন লিখছে অধ্যায় 

আর কবিতা 

সে তো শুধু সময়ের সাক্ষী। 

 


No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...