Friday, July 1, 2022

বেশ্যার বাজার

 বেশ্যার বাজার 

... ঋষি 


ধর্ষণ এখন জাতীয় পতাকার গায়ে সবচেয়ে উচ্চারিত শব্দ 

এখন ঠোঁটের চামড়া ছিঁড়ে ,চোখে লজ্জা ছিঁড়ে 

গভীরতার তৃপ্তিতে ঝরে পড়ছে কাম 

মৃত মায়ের মুখ ,

সারা সময় জুড়ে দশ মাসের কাঁথায় ঘুমিয়ে

এখন হাজারো বেজাত শুক্রাণু। 

.

এখানে রক্ত আর ঘাম 

সভ্যতার মসৃন নালীকে ধারাবাহিক ভাবে আরো পিচ্ছিল করছে

হস্তমৈথুন এখন রাতজাগা অন্ধকার আগামী ,

বিশ্বাস ঘাতকের জীবিত নখের দাগ 

বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের মুখোশে 

আজ সভ্যতাকে ধর্ষণ করছে কিছু মাথায় ফেট্টি বাধা লোক। 

.

এখানে কেউ নেই 

এখানে কেউ জীবিত নেই 

এখানে  শুধু সারি দেওয়া ভীত ,সন্ত্রস্ত কিছু বাঁচতে চাওয়া মানুষ 

এখানে লকলকে ঝুলন্ত জন্মের গোড়ায়  

জনপ্রিয়তাপ্রবণ জ্ঞানী অন্ধ প্রজন্ম।

এখন পথ দেখাবার যারা তারা

তারা নিজেরাই স্বার্থের সন্ধান একেক আকাশ হয়ে বসে আছে

অন্ধকার সময়ে বুকে নিজের পেরেক পুঁতবে বলে। 

কি সব লজ্জাবতী গাছ একেকটা

সনেটের পাতায় পাতায় হেমলক অথচ আরো জোরে ,আরো জোরে 

কিন্তু তল তো পায় না। 

নির্বিঘ্নে নির্বিকার নির্বিবাদী ধর্ষণমূখর সংবিধানে,

জাতীয় পতাকার গায়ে ছিটকে পড়ছে বারংবার মানুষের রক্ত 

মানুষ বাঁচছে কই 

মানুষ থাকছে কই 

সারা দেশ জুড়ে ,সারা সময় জুড়ে 

আজ শুধু বেশ্যার বাজার। 

No comments:

Post a Comment

ভালোবাসার দোকান

ভাবছি ভালোবাসা বিক্রি করবো এইবার মাছের বাজারে,বৌবাজারে,বড়বাজারে  ছোট ছোট প্যাকিংবাক্সে আতর মাখিয়ে ঢালাও সেল  এইবার  স্মৃতি রাখা গোডাউনটার থে...