Saturday, July 9, 2022

কিছু একটা


 কিছু একটা 

... ঋষি 

 কিছু একটা বলতে চাইছি 

             পারছি না ,পারছি না ,পারছি না 

বুকের কাছের মুখগুলো অনবরত পান চিবিয়ে থুকে দিয়ে যাচ্ছে 

মুখে না বললেও বুঝিয়ে যাচ্ছে 

          কবি তোমার এগিয়ে যাওয়ার সময় হলো 

          সুখ শব্দটা বোধহয় মানুষের শখের কারণ। 

.

কিছু একটা পেতে চাইছি 

          অতৃপ্তি ,অতৃপ্তি ,অতৃপ্তি 

বুকের কাছে দলা পাকানো কষ্টগুলো রাজার রাজা হয়ে আছে 

কেউ একটা আঙ্গুল দেখিয়ে বলছে 

           কবি তুমি ভীষণ ছোট মনের মানুষ 

           বড় মনের মানুষেরা বোধহয় মানুষের মতো দেখতে। 

.

কিছু একটা ঘটছে আমার চারিপাশে 

          কোথাও যুদ্ধ ,কোথাও যুদ্ধের ট্যাংকার ,বোমা বাজি 

           হাজারো মরছে আমার ভিতর 

তবুও রক্তের আঁশটে গন্ধ ,তবুও কষ্টের একলা গন্ধ 

            তবুও একলা হেঁটে যাওয়া 

ভালো লাগছে নিজের ভিতর নিজেকে জ্বালাতে পোড়া কাঠে। 

অদ্ভুত অনুভূতি 

              অদ্ভুত ভাবনা 

               ভাবনার  দেওয়ালে প্রেম ,পূর্ণতা ,নগ্নতা ,সম্পর্ক ,দেশ 

                সব কেমন গুলিয়ে যাচ্ছে 

বলতে পারছি 

কিছুতেই বলতে পারছি না 

পা দিয়ে লাথি মারা খালি কোল্ড্রিংকসের বোতলের মতো 

অপ্রয়োজনীয় আমি।  

No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...